হারিয়েছি যবে মনের তারুণ্য, দেহের যৌবন আর তীব্র ক্ষুধা
তখনও বাঁচতে হত অভ্যাস বসতই প্রতিনিয়ত
প্রাণ খুঁজেছি পাইনি, আত্না খুঁজে দেখেছি তা স্পর্শহীন
চলেছি একা পথে- তা ছিলো গন্তব্য বধির
একদা যখন এসেছি কোন বন্য উজার সবুজায়নে,
নিস্তব্ধ জগতে যখন দেখেছি তীক্ষ্ন আলোতে ভোর হতে
যখন দেখেছি বুনো শহরেও বাঁচে কোটি প্রাণ অনাহারে
তখন ভেবেছি দেহে প্রাণ আছে মানেই সুখী আমি,
একটা শুভ সকাল প্রাপ্তি -জীবনের সবটুকু আনন্দের তৃপ্তি…
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
নিঃসন্দেহে বলা যেতে পারে বেশ পরিপাটি এবং এবং পরিচ্ছন্ন একটি লিখা।
শব্দনীড়কে লম্বা একটি বিরতি দিয়েছেন মনে হলো। আশা করবো ভালো ছিলেন।
loading...
অনেকগুলো সমস্যা একসাথে হওয়াতেই বিরতি দিতে হয়েছিলো । প্রাণের জায়গায় আছি এবং থাকবো । ভালো থাকবেন প্রিয় ।
loading...
বাহ্ অনেক সুন্দর। অপার মুগ্ধতা।
loading...
আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো আপু
loading...
বুনো শহরেও বাঁচে কোটি প্রাণ অনাহারে
তখন ভেবেছি দেহে প্রাণ আছে মানেই সুখী আমি। শুভ সকালে শুভ সন্ধ্যা।
loading...
শুভেচ্ছা জানবেন প্রিয় । ভালো থাকুন সবটা সময় ধরে ।
loading...
তখন ভেবেছি দেহে প্রাণ আছে মানেই সুখী আমি,
একটা শুভ সকাল প্রাপ্তি -জীবনের সবটুকু আনন্দের তৃপ্তি…
* অসাধারণ শব্দ বুনন…
loading...
কৃতজ্ঞতা রইলো আপনার প্রিয় ।
loading...